Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোন ট্র্যাজেডি
ফরিদপুরের গ্রামের বাড়িতে রাইসা মনির দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ১২:২৩ | আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৬:০১

রাইসা মনির জানাজা সম্পন্ন।

ফরিদপুর: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে শরীরের ৮০ শতাংশ পুড়ে মারা যাওয়া তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনির (৯) জানাজা ফরিদপুরের গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে জানাজা সম্পন্ন হয়। পরে বাজড়া শামসুল উলুম মাদরাসা ও এতিমখানা গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

জানাজায় আলফাডাঙ্গার ইউএনও রাসেল ইকবাল, সেনাবাহিনী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

শুক্রবার সকালে রাইসার মরদেহ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে পৌচ্ছালে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, বিমান দূর্ঘটনার পর থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর থেকে নিখোঁজ ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা। অবশেষে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটির মুখমণ্ডলের অংশবিশেষ দেখে রাইসা হিসেবে দাবি করেন বাবা শাহাবুল শেখ। ডিএনএ রিপোর্টে রাইসার মরদেহ শনাক্ত হলে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

রাইসা তিন ভাই বোনের মধ্যে মেজো। নিহতের বড় বোন সিনথিয়া (১৪) একই স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ও ছোট ভাই রাফসান (৪)।

পরিবার নিয়ে রাইসার বাবা শাহাবুল শেখ (৪৪) ঢাকার উত্তরা নয়ানগরে ভাড়া বাসায় বসবাস করতেন। শাহাবুল একটি গার্মেন্টস এক্সেসরিস প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। রাইসা মনির বাবা-মায়ের ইচ্ছা ছিল ছেলে-মেয়েকে ভালো স্কুলে পড়ানোর। উচ্চশিক্ষায় সু-শিক্ষিত করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তাকে ভর্তি করেন।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী রাসেল ইকবাল জানাজা শেষে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় রাইসা মনি মারা যায়। এ শোক সয়বার মত না। আল্লাহ পাক যেন তার বাবা-মাকে মেয়ের শোকে ধৈর্য্য ধরার তৌফিক দেন। আমরা উপজেলা প্রশাসন রাইসা মনির পরিবারের পাশে আছি। আমরা সবাই তার জন্য দোয়া করবো।’

সারাবাংলা/এমপি

দাফন মাইলস্টোন ট্র্যাজেডি রাইসা মনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর