Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা তরুণদের মধ্যে হতাশা তৈরি করছে: নাহিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১৮:৪৬

মৌলভীবাজার শহরের বেরীরপার এলাকায় পথসভায় এনসিপির নেতাকর্মীরা।

সিলেট: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে গভীর হতাশা তৈরি হয়েছে। পুলিশ হত্যার দায় ২০২৪-এর আন্দোলনকারী যুবকদের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই এনসিপিকে দেশ গড়ার পথ থেকে বিচ্যুত করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের বেরীরপার এলাকায় পথসভায় এ কথা বলেন তিনি।

সংবিধান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বাহাত্তরের সংবিধান মানেই মুজিববাদী সংবিধান। দেশের সংস্কার ও উন্নয়নে সেই সংবিধানের সংস্কার প্রয়োজন। যেখানে মুক্তিযুদ্ধ ও চব্বিশের অভ্যুত্থানের স্বীকৃতি থাকবে। তবে বিভিন্ন রাজনৈতিক শক্তি বাহাত্তরের সংবিধানকে রক্ষায় রাজপথে নামছে। এর বিরুদ্ধে সক্রিয় থাকতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবে এনসিপি। পাশাপাশি বিভিন্ন জাতিসত্তার অধিকার নিশ্চিত করা হবে। এ সময় হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশ হত্যার দায় অভ্যুত্থানকারীদের দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম আরও বলেন, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন চায় না এনসিপি। এমনটা হলে সেই নির্বাচন জনগণ গ্রহণ করবে না।

দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘সাংবাদিকতার মতো মহৎ পেশাকে যারা কলুষিত করছে, তারা দেশের স্বাধীনতার সঙ্গেই প্রতারণা করছে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিগত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার সময় এখন।’

সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘সরকারের আশ্বাসে আর বিশ্বাস নেই। আগামী ৩ আগস্ট রাজপথ থেকেই জুলাই সনদ আদায় করা হবে।’

তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, ‘এই আন্দোলন আর কোনোভাবেই ঠেকানো যাবে না।’

এর আগে দুপুরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে পদযাত্রা শুরু করে এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রাটি প্রেসক্লাব, শাহ মোস্তফা রোড হয়ে বেরিরপাড় জনসভায় গিয়ে শেষ হয়।

এ সময় দলের কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমপি

অন্তর্বর্তী সরকার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পদযাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর