Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পীরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ১০:২১ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১১:৪১

মরদেহ: প্রতীকী ছবি

রংপুর: রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে পীরগঞ্জ উপজেলা সদরের বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম ওবায়দুর রহমান (৬৫)। তিনি মিলনপুর গ্রামের বাসিন্দা ও উপজেলার ৯ নম্বর ইউনিয়নের নিজাম উদ্দিনের ছেলে। তিনি পীরগঞ্জ বাজারে সবজির ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খালাশপীর থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল অতিরিক্ত গতিতে বাজার মোড়ে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওবায়দুর রহমানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

নিহত ব্যবসায়ী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর