Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট সিটি করপোরেশন নির্বাচন : আরিফের বিরুদ্ধে কামরানের অভিযোগ


৩ জুলাই ২০১৮ ১৯:২২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিলেট: বিএনপির দলীয় মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের  অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার ( ৩ জুলাই ) দুপুরে, রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামানের কাছে  সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী নিজ দলীয় প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে অভিযোগটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ‘আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা শেষে গতকাল যাচাই বাছাই প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। যেহেতু এখনও প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়নি, তাই নির্বাচনী বিধি অনুযায়ী কেউই প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। সিলেট সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ও বিএনপি দলীয় প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে বিএনপি, ছাত্রদল, যুবদল প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন ওয়ার্ড ও পাবলিক প্লেসে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এসব নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে বলে আমরা মনে করি।’

আরিফুল হক চৌধুরীর প্রচার-প্রচারণার লিফলেট, স্টিল ছবি ও বিভিন্ন প্রচারণার সংবাদ গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে উল্লেখ করে, নির্বাচনের আচরণবিধি ‘লঙ্ঘনের কারণে’ আরিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়েছে।

উল্লেখ্য, সোমবার ( ২ জুলাই) সিলেট সিটি করপোরেশনের বিএনপি দলীয় মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, আওয়ামী লীগ দলীয় প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে নির্বাচন আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছিলেন।

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর