Friday 17 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌলভীবাজারে ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৫ ১৯:৪১ | আপডেট: ৯ আগস্ট ২০২৫ ২০:৪৮

সাবেক ছাত্রদল নেতা রাফি আহমেদ (২৮)।

সিলেট: মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ ঘর থেকে রাফি আহমেদ (২৮) নামে সাবেক ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাফি উপজেলার রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং ওই গ্রামের ছত্তার মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সকালে রাফি ঘুম থেকে উঠছিলেন না। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তারা ঘরে ঢুকে দেখতে পান-খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার নিথর দেহ।

মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, আমরা ঘটনাস্থলে এসে নিশ্চিত হয়েছি এটি হত্যাকাণ্ড। তবে কেনো তাকে হত্যা করা হয়েছে, তা এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

হামাসকে কঠোর হুমকি ট্রাম্পের
১৭ অক্টোবর ২০২৫ ১১:৫৫

আরো