Friday 17 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৫ ১০:৫৭

নোয়াখালীর সেবারহাট বাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ছবি: সারাবাংলা

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সেবারহাট বাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে একটি পলি প্লাইউড (ফার্নিচার) কারখানা ও ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এছাড়া প্রায় ৩০টি দোকান আংশিক ক্ষতি হয়েছে। এতে অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সেবারহাট পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে চলে যায় ব্যবসায়ীরা। রাত ১টার দিকে প্রথমে ফার্নিচার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়লে সেবারহাট মেটাল, বেলাল মেশিনারি, ইব্রাহিম সাইকেল, জনি মেটাল, রবি মেটাল, রিথি গ্লাস, মিজান ট্রেডার্স, খান মেটাল, বেলাল চা স্টোর সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া প্রায় ৩০টি দোকান আংশিক ক্ষতি হয়েছে, যেগুলো থেকে আগুনের লেলিহান দেখে মালামাল সরানো চেষ্টা করা হয়। আগুনে দোকানগুলোর মালামাল এবং কারখানার মূল্যবান মালামাল ও মেশিন পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু ফার্নিচার কারখানায় ২ শতাধিক শ্রমিক কর্মরত ছিল বলে জানা গেছে।

বিজ্ঞাপন

নোয়াখালী ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, খবর পেয়েই তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনার স্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আরও দুটি ইউনিট যুক্ত হয়ে সেনাবাহিনী ও পুলিশসহ স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এখন পর্যন্ত আগুনের প্রাথমিক সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

হামাসকে কঠোর হুমকি ট্রাম্পের
১৭ অক্টোবর ২০২৫ ১১:৫৫

আরো