Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৩ বাংলাদেশি পুশইন, বিজিবির হাতে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ১৩:৪৭

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৩ বাংলাদেশিকে পুশইন। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ১৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর ৫টায় ভোলাহাট ইউনিয়নের চামুচা বিওপি দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস এর কাছে ভারতের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের কাঞ্চান্টার ক্যাম্প থেকে তাদের পুশইন করা হয়।

বিজিবি জানায়, চাঁনশিকারী বিওপির টহলদল সীমান্ত অতিক্রম করে প্রায় ৮০০ গজ বাংলাদেশের ভেতরে ঢুকে পড়া ওই ১৩ জনকে আটক করা হয়। আটকরা দেশের যশোর, টাঙ্গাইল, কুমিল্লা, খুলনা, রংপুর, লালমনিরহাট, কুষ্টিয়া, রাজশাহী, পঞ্চগড়, ময়মনসিংহ ও ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদে তারা জানায়, ২০২৩ থেকে ২০২৫ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। সাজা শেষ হলে পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে, পরে বিএসএফ সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

সারাবাংলা/এমপি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত পুশইন বাংলাদেশি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর