Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাজিরা হাসপাতালে দুদকের অভিযানে পাওয়া গেল দুর্নীতি ও অনিয়ম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ১৭:৩৯ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ ২১:৩৪

শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‎শরীয়তপুর: ‎শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর-শরীয়তপুর জেলার সমন্বিত টিম।

‎অভিযান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) জানায়, দীর্ঘদিন ধরে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প সেবা প্রদানে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে দুদকের মাদারীপুর-শরীয়তপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আকতারুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের একটি দল জাজিরা হাসপাতালে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হাসপাতালের কর্মকর্তা ও স্টাফদের কাছ থেকে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়।

‎দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুর-শরীয়তপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আকতারুজ্জামান বলেন, ‘‘প্রাথমিকভাবে হাসপাতালের সেবাদান ও রক্ষণাবেক্ষণ ক্ষেত্রে অনিয়ম পাওয়া গেছে। এছাড়াও উন্নয়নমূলক কিছু কাজ ঠিকমত করা হয়নি তা আমরা সরেজমিনে দেখেছি এবং ভর্তি রোগীদের ক্ষেত্রে সঠিকভাবে তিনবেলা খাবার বিতরণ করা হয়নি তার প্রমাণ মিলেছে। নথিপত্র যাচাই-বাছাই শেষে বিস্তারিত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় সারা দেশের মতো জাজিরা হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়েছে।’’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুর্নীতি দুর্নীতি দমন কমিশন (দুদক)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর