নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্টে মো. সাইফুল ইসলাম (৩৭) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিল্লাজেরগো বাড়িতে এ ঘটনা ঘটে। চারদিন পর তার সৌদি আরব যাওয়ার ফ্লাইট ছিল।
নিহত সাইফুল ইসলাম চরহাজারী ইউনিয়নের একই বাড়ির আলী আকবরের ছেলে।
চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে ৫-৬ বছর আগে সৌদি আরবে যান সাইফুল। ৩ মাস আগে ছুটিতে দেশে ফেরেন। আগামী ২৫ আগস্ট তার পুনরায় সৌদি আরব যাওয়ার ফ্লাইট ছিল তার। বৃহস্পতিবার রাতে নিজের ঘরে বৈদ্যুতিক তার মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যান সাইফুল।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।