Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে এনপিআই ইউনিভার্সিটিতে প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১৪:৫৮

এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ ক্যাম্পাসে প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ছবি: সারাবাংলা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে অবস্থিত এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ ক্যাম্পাসে প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রেজিস্ট্রেশন ফি নির্ধারিত হয়েছে ৬ হাজার ৫০০ টাকা। রেজিস্ট্রেশন চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

শুক্রবার (২২ আগস্ট) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. শামসুর রহমান।

উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মহাদেব কুন্ডু, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ইদরীস আলী, নির্মল চন্দ্র সিকদার, মাহবুবুল আলম, মো. ফারুক হোসেন, তরিকুল ইসলাম ও নার্গিস পারভীন।

বিজ্ঞাপন

এছাড়া উপস্থিত ছিলেন— রেজিস্ট্রার প্রফেসর শাহজাহান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মোশাররফ হোসেন, ডিন অধ্যাপক ড. একেএম ফরমুজুল হক, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও প্রাক্তন শিক্ষার্থীরা। কিছু প্রাক্তন শিক্ষার্থী উদ্বোধনী অনুষ্ঠানেই রেজিস্ট্রেশন সম্পন্ন করেন।

সমাবর্তনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সারাবাংলা/এমপি

ইউনিভার্সিটি এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ রেজিস্ট্রেশন সমাবর্তন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর