সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশেষ অভিযানে শ্রমিকলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন—কলকলিয়া ইউনিয়নের গোরারগাঁও গ্রামের মৃত ফরিদ খাঁনের ছেলে ইউনিয়ন শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সামছুল নূর খাঁন (৩৮) এবং একই ইউনিয়নের খাশিলা গ্রামের আবু সাঈদের ছেলে উপজেলা ছাত্রলীগের সদস্য ফজলুল আজিম চৌধুরী অন্তর (১৭)।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে খাশিলা গ্রাম থেকে অন্তরকে এবং শনিবার (৩০ আগস্ট) সকালে এরালিয়া বাজার এলাকা থেকে সামছুল নূরকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, তারা দুজনই সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি।
উল্লেখ্য, গত ২৩ জুন কার্যক্রম স্থগিত থাকা অবস্থায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ঘটনাকে কেন্দ্র করে গত ২৮ জুন পুলিশ বাদী হয়ে ১২ নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।