Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ শিকারে ৮ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫২

সাতক্ষীরা: অবৈধভাবে সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে মাছ শিকারের সময় আট জেলেকে আটক করেছে বন বিভাগ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটক হওয়া ঘটনাটি ঘটেছে সোমবার রাতে, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে।

আটকরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী এলাকার বাসিন্দা।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানান, দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে আটক জেলেরা দু’দিন আগেই অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে নিষিদ্ধ ঘোষিত নটাবেকী অভয়ারণ্য এলাকায় মাছ শিকার করছিল।

বিজ্ঞাপন

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির মোট ৩০ কেজি মাছ জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

দীপাবলিতে প্রকাশ্যে দুয়ার মুখ!
২২ অক্টোবর ২০২৫ ১৮:০৭

হাসপাতালে ভর্তি চিত্রাঙ্গদা
২২ অক্টোবর ২০২৫ ১৭:৫৩

আরো

সম্পর্কিত খবর