কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলার পূর্ব-আব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলার সময় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুনায়েদ (৮) নামের প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।
জুনায়েদ ওই এলাকার লালন জোয়ার্দ্দাদের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, স্কুল চলার সময়ে জুনায়েদ মাঠে খেলছিল। বিদ্যালয়ের মাঠে রাখা একটি বালুবাহী ড্রাম ট্রাক ঘোরানোর সময় পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা খাতুন বলেন, ‘আমরা ক্লাসে ছিলাম। হঠাৎ শুনতে পেলাম ওই ছেলে ট্রাকের নিচে পড়ে মারা গেছে। এমন ঘটনায় আমরা মর্মাহত।’
শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের সীমানাপ্রাচীর না থাকার কারণে স্থানীয়রা বিভিন্ন কাজে স্কুলের মাঠ ব্যবহার করেন। ফলে নিরাপত্তাহীনতা ও দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, ‘শিশুটির পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আমরা শুনেছি তারা স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করা হয়েছে। ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।’