Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে অবরোধ চলছে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৪ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪১

পাবনা: পাবনা-১ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলার বাসিন্দারা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছে। এতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে।

অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে নিজেরাই নানা স্লোগান দেন, যেমন— “সীমানা বদল নয়, জনগণের অধিকার চাই”, “পাবনা-১ এর সীমানা কারো একক সম্পদ নয়”, “জনগণের কণ্ঠস্বর দমিয়ে রাখা যাবে না” এবং “গণদাবি অমান্য হলে গণআন্দোলন”।

অবরোধকারীরা অভিযোগ করেছেন, বেড়া উপজেলাকে অন্যভাবে ভাগ করে পাবনা-১ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে, যা তাদের ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিজ্ঞাপন

অবরোধের নেতৃত্ব দেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম বিপু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক আকশেদ আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক মইন উদ্দিন খাজা।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম হাবিবুল ইসলাম জানিয়েছেন, “সীমানা পুনর্বহালের দাবিতে অবরোধ চলছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত।”

সারাবাংলা/এমপি

অবরোধ ঢাকা-পাবনা মহাসড়ক সীমানা পুনর্বহাল

বিজ্ঞাপন

ইউএসবি ছাড়াই ফাইল শেয়ারের কৌশল
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩১

আরো

সম্পর্কিত খবর