রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে সংঘর্ষে রাসেল মোল্লা হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, ক্ষতিসাধন, চুরি ও জখমের অভিযোগও অন্তর্ভুক্ত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর রাত) নিহতের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
নিহত রাসেল মোল্লা গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আজাদ মোল্লার ছেলে।
আজাদ মোল্লা বলেন, ‘রাসেল ছোটবেলা থেকেই গোয়ালন্দ পাক দরবার শরিফে যাতায়াত করত। শুক্রবার সেখানে সংঘর্ষে আমার ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’
প্রসঙ্গত, গত শুক্রবার গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় রাসেল মোল্লাসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেদিন রাতেই রাসেলের মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব বলেন, “আসামিদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলমান রয়েছে।”
উল্লেখ্য, শুক্রবারের ঘটনার পর স্থানীয় ইমান-আকিদা রক্ষা কমিটি শরিয়ত পরিপন্থীভাবে দাফনের অভিযোগ তুলে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলে।