Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফ্রিকায় নিখোঁজ বাংলাদেশি যুবকের মরদেহ মিললো ফ্রিজে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৮ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪১

কাজী মহি উদ্দিন পলাশ (৩৩)।

নোয়াখালী: দক্ষিণ আফ্রিকায় নিখোঁজ ছিলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গাবুয়া গ্রামের কাজী মহি উদ্দিন পলাশ (৩৩)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় পাশ্ববর্তী একজন দোকানদার তার পরিবারকে জানান, পলাশের মৃতদেহ তার ব্যবসায়িক দোকানের ডিপ ফ্রিজে পাওয়া গেছে।

নিহত পলাশ কাজী আইয়ুব আলীর ছেলে এবং আট ভাইবোনের মধ্যে ষষ্ঠ। জীবিকার তাগিদে তিনি ২০১২ সালে আফ্রিকা পাড়ি জমান এবং উইটব্যাংক এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। প্রায় ১০ বছরের বেশি সময় পর দেশে ফিরে বিয়ে করেন। পলাশের দুই ছেলে রয়েছে; একজন তিন বছর বয়সী এবং অন্যজন এক বছর বয়সী।

বিজ্ঞাপন

পলাশের বড় ভাই কাজী সালে উদ্দিন মাসুম জানান, তিন দিন আগে পলাশ দোকান থেকে নিখোঁজ হয়। দোকানপাশের ব্যবসায়ীরা খোঁজাখবর নিলেও কোনো তথ্য পাননি। পরে বৃহস্পতিবার রাতে দোকানের ডিপ ফ্রিজে তার মৃতদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, পলাশ দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীদের ঝামেলা এড়াতে ওইদেশি এক যুবককে তার দোকানে চাকরি দিয়েছিলেন। কয়েক বছর ব্যবসা ভালো চললেও তিন দিন আগে হঠাৎ তিনি নিখোঁজ হন। পাশ্ববর্তী ব্যবসায়ীরা সম্ভাব্য জায়গায় খোঁজ নেন এবং বিষয়টি পরিবারকে জানান। তবে এলাকায় খোঁজাখবর নিলেও কোনো তথ্য মেলেনি। বৃহস্পতিবার রাতে একজন ব্যবসায়ী জানায়, পলাশের মৃতদেহ তার দোকানের ডিপ ফ্রিজে পাওয়া গেছে। তিনি অভিযোগ করেন, দোকানে চাকরি করা আফ্রিকান যুবকসহ স্থানীয় সন্ত্রাসীরা পলাশকে হত্যা করেছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত মৃতদেহ দেশে আনার জন্য সরকারি সহযোগিতা কামনা করা হয়েছে।

সারাবাংলা/এমপি

নিখোঁজ বাংলাদেশি যুবক মরদেহ

বিজ্ঞাপন

কমেছে সবজির দর, চড়া ইলিশের বাজার
১২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৬

আরো

সম্পর্কিত খবর