ফরিদপুর: ফরিদপুরের আলিপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি অবৈধ ডাবল ব্যারেল গানসহ মাসুদুর রহমান সবুজকে (৩৯) আটক করা হয়েছে।
শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে স্থানীয় পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সবুজের আলিপুরের বাসা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান জানান, সবুজ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রটি নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।