Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় গলা কেটে হত্যার ঘটনায় যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৭

র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম প্রেস বিজ্ঞপ্তি করেন।

কুমিল্লা: কুমিল্লায় আমিনুল ইসলামকে গলা কেটে হত্যার ঘটনায় সজীব নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। শনিবার দুপুরে (১৩ সেপ্টেম্বর) র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে চান্দিনা উপজেলার এতবারপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, চাকরির প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন আগে আমিনুল ইসলামের কাছ থেকে ১০ লাখ টাকা নেন তার ঘনিষ্ঠ আত্মীয় সিরাজ। টাকা ফেরত চাইলে সিরাজ হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, সিরাজসহ আরও দুজন ৯ সেপ্টেম্বর আমিনুলকে সিলেটে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করেন। ওই রাতে তারা কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিসমিল্লাহ আবাসিক হোটেলে অবস্থান করেন।

বিজ্ঞাপন

এরপর ১০ সেপ্টেম্বর রাতে সিরাজ ও তার সহযোগীরা আমিনুলকে সদর দক্ষিণ উপজেলার মোস্তাফাপুর এলাকায় নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে বালু চাপা দিয়ে পালিয়ে যায়।

পরদিন ১১ সেপ্টেম্বর দুপুরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে। এ ঘটনায় নিহতের বাবা ১২ সেপ্টেম্বর কুমিল্লা সদর দক্ষিণ থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

সারাবাংলা/এমপি

আটক কুমিল্লা গলা কেটে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর