ফরিদপুর: ফরিদপুর-৪ আসন থেকে দুটি ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে এবং পুনর্বহালের দাবিতে তৃতীয় দফায় পঞ্চম দিনের মতো ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধ করছে আন্দোলনকারীরা। সকাল-সন্ধ্যার এ অবরোধে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড, হামিরদী, মুনসুরাবাদ ও ভাঙ্গা হাসপাতাল মোড় এলাকায় গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। টানা অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও সাধারণ যাত্রীরা।
এছাড়া ভাঙ্গার বিভিন্ন স্থানে কয়েক দফা মহাসড়ক অবরোধের কারণে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। বাধ্য হয়ে যানবাহনগুলো বিকল্প পথে ঘুরে চলাচল করছে, ফলে যাত্রীদের সময় ও ভোগান্তি বেড়েছে।
এদিকে সড়ক ও রেলপথ অবরোধের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, এপিবিএন ও সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মাঠে রয়েছেন।
জানা গেছে, ফরিদপুরের চরভদ্রাসন-সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন চলছে। দাবি আদায়ে আগামী ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।
আন্দোলনকারীরা অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের কাছে দুই ইউনিয়নকে পূর্বের অবস্থায় ফেরত দেওয়ার জোর দাবি জানিয়েছেন।