Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গভীররাতে ভাঙ্গায় আন্দোলনের সমন্বয়ক চেয়ারম্যান সিদ্দিক মিয়া আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৮ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১২

আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সিদ্দিক মিয়াকে গভীর রাতে আটক করেছে পুলিশ।

ফরিদপুর: সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণের প্রতিবাদে ঘোষিত টানা তিনদিনের মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির প্রধান সমন্বয়ক, আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সিদ্দিক মিয়াকে গভীর রাতে আটক করেছে পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ২টার দিকে নগরকান্দা থানার চান্দ্রা ইউনিয়নে তার বোনের বাড়ি থেকে ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন। তিনি জানান, সিদ্দিক মিয়া বর্তমানে ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন।

আন্দোলনকারীদের সমন্বয়ক তৌহিদুর রহমান বুলবুল ও পলাশ মিয়া বলেন, শনিবার বিকেলে আলগী ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা দেন সিদ্দিক মিয়া। এরপরই তাকে আটক করা হয়েছে। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি বলে দাবি করেন তারা।

বিজ্ঞাপন

আলগী ইউনিয়নের অবসরপ্রাপ্ত মেজর প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘অখণ্ড ভাঙ্গা উপজেলা রক্ষার দাবিতে গণআন্দোলনের অন্যতম নেতা সিদ্দিক মিয়াকে আটক করা হয়েছে, যা দুঃখজনক। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

এদিকে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহাসড়ক ও রেলপথ অবরোধ পালন করছেন আন্দোলনকারীরা। এই কর্মসূচি চলবে আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত।

প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) থেকে হামিরদী ও আলগী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করে নতুন গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ৫ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে ভাঙ্গার আন্দোলনকারীরা।

সারাবাংলা/এমপি

আটক সমন্বয়ক সংসদীয় আসন সীমানা পুননির্ধারণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর