নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাওতলা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় বাসচালক বেলায়েত হোসেন (৪০) নিহত হয়েছেন। এ সময় বাসে থাকা ১০ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে পরিবহনের বাসটি নাওতলা এলাকায় পৌঁছালে পথের মধ্যে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে বাসের প্রথম অংশে ঢুকে পড়ে। এই দুর্ঘটনায় বাসের চালক বেলায়েত গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে পথে তাঁর মৃত্যু হয়। আহত ১০ জন যাত্রী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিহত বেলায়েত হোসেন চাটখিল উপজেলার বাসিন্দা। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ‘ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে পরিবহন নাওতলা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে বাস চালক নিহত হয়েছেন এবং ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’