Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভৈরব নদে তীব্র স্রোতে ভেঙে গেছে ২টি ব্রিজ, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩০

ভৈরব নদে হঠাৎ তীব্র স্রোতে দুটি ব্রিজ ভেঙে পড়েছে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভৈরব নদে হঠাৎ তীব্র স্রোতে দুটি ব্রিজ ভেঙে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন অন্তত ছয় গ্রামের হাজারো মানুষ। কৃষিপণ্য ও ব্যবসায়িক মালামাল পরিবহন একেবারেই বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানান, ভারি বর্ষণের কারণে সিংনগর গ্রামের বাঁওড়ের বাঁধ ভেঙে প্রবল স্রোত সৃষ্টি হয়। এতে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে মনোহরপুর গ্রামের ইলিশের জোল মাঠের ওপর নির্মিত একটি ব্রিজ ভেঙে পড়ে। এরপর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে সন্তোষপুর গ্রামের ভৈরব নদীর ওপর একমাত্র প্রবেশপথের ব্রিজটিও ভেঙে যায়।

ব্রিজ দুটি ভেঙে যাওয়ায় সন্তোষপুর, মানিকপুর, রাজাপুর, রতিরামপুর, সিংনগর, ধোপাখালী ও মাধবখালী গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। কর্মব্যস্ত মানুষজন ঝুঁকি নিয়ে ভাঙা ব্রিজের ওপর দিয়ে পায়ে হেঁটে যাতায়াত করছেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম, উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম আজাদ, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক রিপন হোসেন, স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তারসহ অনেকে।

ইউএনও আল আমীন বলেন, ‘ভৈরব নদে পানির প্রবল স্রোতে মনোহরপুর গ্রামের একটি ব্রিজ ভাঙার পর সন্তোষপুরের ব্রিজটিও ভেঙে গেছে। এগুলো এ এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুনর্নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা দ্রুত বিকল্প ব্যবস্থা করবে, যাতে মানুষের যাতায়াত স্বাভাবিক থাকে।’

জীবননগর এলজিইডির উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, ‘ব্রিজ দুটি স্বাধীনতা যুদ্ধের পরপরই নির্মিত। এগুলো আমাদের এলজিইডির নয়, সম্ভবত পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করেছিল। বর্তমানে ব্রিজগুলো মেরামতের উপযোগী নয়, নতুন করে নির্মাণ করতে হবে। আমরা নতুন ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাব পাঠাবো।’

সারাবাংলা/এমপি

ব্রিজ ভৈরব নদ ভোগান্তি স্রোত

বিজ্ঞাপন

দূষিত নগরীর তালিকায় আজ ঢাকা ২৩তম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর