Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুরাল পাগলের দরবার থেকে জেনারেটর চুরি, যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৯ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫১

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দের নুরাল পাগলের দরবার থেকে জেনারেটর চুরির অভিযোগে মো. মিজানুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন এলাকা থেকে ডিবি ও গোয়ালন্দ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মিজানুর রহমান রাজবাড়ী সদরের লক্ষীকোল সোনাকান্দর এলাকার হারুনুর রশিদের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব জানান, গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর নুরাল পাগলের দরবারে হামলা ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় লুটপাটও হয়। ঘটনাস্থল থেকে জেনারেটর চুরি করে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

বিজ্ঞাপন

ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিজানুর রহমানকে শনাক্ত করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, তাকে নুরাল পাগলের দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায়ও গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

সংবর্ধনা মঞ্চে তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৮

আরো

সম্পর্কিত খবর