Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী ভোটে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে হবে: শাহজাহান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৩

নোয়াখালী: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, আমরা চাই আগামী ভোটে জনগণের মতামতের সুস্পষ্ট প্রতিফলন ঘটুক। জনগণকে অন্ধকারে রেখে, বোকা বানিয়ে যেন আর কোনো নির্বাচন না হয়। জনগণ যেন নিজের ভোটের মাধ্যমে অবাধ ও নিরপেক্ষভাবে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারে— সেরকম পরিবেশ সৃষ্টি করতে হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ভুলুয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে যুগান্তর ক্রীড়া সংঘ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ২৬ শিক্ষার্থীকে পুরস্কার এবং ৫২ জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়।

বিজ্ঞাপন

শাহজাহান আরও বলেন, ‘সুষ্ঠু রাজনৈতিক চর্চা শুরু করতে হবে স্কুল-কলেজ থেকে। রাজনীতি মানে লুটপাট, চাঁদাবাজি বা মানুষের ওপর খবরদারি করা নয়। রাজনীতি হচ্ছে মানুষকে ভালোবাসা, মানুষকে সম্মান দেওয়া আর দেশকে ভালোবাসা।’

অনুষ্ঠানে যুগান্তর ক্রীড়া সংঘের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ওমর ফারুক টপি, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ভুলুয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি নুরুল আমিন খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবলু, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন আলো প্রমুখ।

উল্লেখ্য, গত ২০২৪ সালে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ৮৭৬ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২৬ জন কৃতকার্য হয়।

সারাবাংলা/এমপি

বিএনপি ভোট মো. শাহজাহান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর