Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে অনুপ্রবেশকারী ৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৬

বিজিবি ও বিএসএফ-এর পতাকা বৈঠকে ভারতে অনুপ্রবেশকারী চার বাংলাদেশি নাগরিককে হস্তান্তর।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফ-এর পতাকা বৈঠকে ভারতে অনুপ্রবেশকারী চার বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্তের মেইন পিলার ১০৫–এর কাছে শূন্য রেখায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিকেল ৩টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৈঠকে বিজিবির মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার মিয়া এবং বিএসএফের ব্রহ্মনগর কোম্পানি কমান্ডার ধর্মেন্দ্র সিং উপস্থিত ছিলেন। আলোচনার একপর্যায়ে পূর্বে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী চার বাংলাদেশিকে বিএসএফ আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

হস্তান্তরিতদের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী ও একজন অপ্রাপ্তবয়স্ক শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে ভারতে প্রবেশ করে দীর্ঘদিন ধরে রাজস্থানে বসবাস করছিল।

বিজিবি জানায়, বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের অংশ হিসেবে এ ধরনের পতাকা বৈঠক দুই দেশের আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করছে।

সারাবাংলা/এমপি

অনুপ্রবেশ বাংলাদেশি বিজিবি সীমান্ত

বিজ্ঞাপন

ময়মনসিংহে খেলাফত মজলিসের বিক্ষোভ
১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৭

আরো

সম্পর্কিত খবর