Saturday 20 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবির শরীয়তপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নুরে আলম, সম্পাদক মোক্তার

কুবি করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শরীয়তপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নুরে আলম, সম্পাদক মো. মোক্তার হোসাইন।

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শরীয়তপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী নুরে আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মোক্তার হোসাইন। তারা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনের গত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মেরিনা আক্তার, সহ-সাধারণ সম্পাদক শিশির আহমেদ সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ, উপ-যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আজম, সাংগঠনিক সম্পাদক সুমন মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক তানিয়া শেখ, অর্থ সম্পাদক জাকিয়া সুলতানা, উপ-অর্থ সম্পাদক সৈকত হাসান জয়, প্রচার সম্পাদক মো. সুমন আহমেদ, উপ-প্রচার সম্পাদক মো. শান্ত, দপ্তর সম্পাদক নাজমুল হোসেন হৃদয়, উপ-দফতর সম্পাদক সৈয়দ রাসেল, শিক্ষা সম্পাদক রিমা, উপ-শিক্ষা সম্পাদক মো. সাকিব আল হাসান ও ইসমত আরা মিমি, ছাত্রবৃত্তি সম্পাদক রেজওয়ানুল আমিন সিয়াম, উপ-ছাত্রবৃত্তি সম্পাদক হাসান।

বিজ্ঞাপন

এছাড়া মো. আবু হানিফ, হামিদুর রহমান রবিন, মনিরা ইসলাম, উম্মে খাদিজা মিম, মো. জোনায়েদ, সানজিল ও সাজিদ কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সভাপতি নুরে আলম বলেন, ‘আমি চাই এই সংগঠন হোক শরীয়তপুরের শিক্ষার্থীদের জন্য আস্থা ও অনুপ্রেরণার প্ল্যাটফর্ম। ভবিষ্যতে শিক্ষাবৃত্তি, ক্যারিয়ার গাইডলাইন ও সামাজিক সেবামূলক কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।’

সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসাইন বলেন, ‘এই সংগঠন আমাদের পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার প্রতীক। ইনশাআল্লাহ সকল শিক্ষার্থীর সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা ঐক্য, সহযোগিতা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবো।’

সারাবাংলা/এমপি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি সম্পাদক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব দেবিদ্বার

বিজ্ঞাপন

জাজিরায় যুবকের মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৬

ফেসবুকে ‘ব্লু টিক’ পাওয়ার উপায়
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৬

আরো

সম্পর্কিত খবর