Saturday 20 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাপাড়ায় মাদকদ্রব্য অধিদফতরের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, ২৭ ঘণ্টা পর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৩ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৬

নদীতে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ হওয়া নুরুল ইসলাম গাজী (৫৫)-এর লাশ উদ্ধার করা হয়েছে।

পটুয়াখালী: কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ হওয়া নুরুল ইসলাম গাজী (৫৫)-এর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার তেগাছিয়া নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নুরুল ইসলাম পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন এবং রূপার আংটি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

নিখোঁজ নুরুল ইসলামের মেয়ে রুপা জানান, ১৯ সেপ্টেম্বর দুপুরে নুরুল ইসলাম পৌর শহরের বাদুরতলী এলাকার একটি অটোতে বসা ছিলেন। তখন কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা অটো চালককে মাদকসহ আটক করেন এবং নুরুল ইসলামকে তল্লাশি চালান। মাদক না পাওয়া সত্ত্বেও তাকে ধাওয়া করা হলে নুরুল ইসলাম আত্মরক্ষার জন্য আন্ধারমানিক নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হন। তবে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইনচার্জ শাহনুল কবির অভিযানের বিষয়টি অস্বীকার করেছেন।

বিজ্ঞাপন

কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন জানান, গতকাল বিকাল থেকেই উদ্ধারের চেষ্টা শুরু হয় এবং শনিবার বিকালে ভাসমান লাশ উদ্ধার করা হয়। লাশটি পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এমপি

নদী নিখোঁজ মাদকদ্রব্য অধিদফতর লাশ

বিজ্ঞাপন

জাপানে রেকর্ড সংখ্যক নারী শতবর্ষী
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৩

আরো

সম্পর্কিত খবর