Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে ৭৫৮ মণ্ডপে দুর্গাপূজা, বিশেষ নিরাপত্তায় পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৯

ফরিদপুরে ৭৫৮টি মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ।

ফরিদপুর: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরে ৭৫৮টি মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান পুলিশ সুপার মো. আব্দুল জলিল।

তিনি বলেন, জেলার নয়টি উপজেলায় ৭৫৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সর্বাধিক ১৯৮টি মণ্ডপ রয়েছে সদর উপজেলায়, মধুখালীতে ১৫৭টি এবং বোয়ালমারীতে ১২২টি। গুরুত্বপূর্ণ মন্দিরগুলোতে সর্বদা পুলিশি টহল থাকবে, পাশাপাশি পেট্রোলিং টিমও কাজ করবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিসর্জন কার্যক্রম পরিচালিত হবে।

নিরাপত্তার জন্য ৭১টি মোটরসাইকেল টিম, ১৫টি বড় মণ্ডপে পুলিশের ফিক্সড টিম, ১১টি পিকআপ মোবাইল টহল টিম, এছাড়া ডিবি ও ডিএসবি টিম মাঠে থাকবে।

বিজ্ঞাপন

পুলিশ সুপার জানান, পূজাকে ঘিরে ইভটিজিং বা কিশোর গ্যাংয়ের তৎপরতা, উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড, মদের দোকান ও ডিজে পার্টি বন্ধ থাকবে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গান পরিবেশন নিশ্চিত করা হবে। এছাড়া, গুজব রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য জেলা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পূজা সফল করতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আজমির হোসেন, ভাঙ্গা সার্কেল মো. আসিফ ইকবাল, কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান, ফরিদপুর প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমপি

নিরাপত্তা পুলিশ শারদীয় দুর্গাপূজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর