Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৬ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৪

প্রতীকী ছবি

রংপুর: রংপুর নগরীর দমদমা এলাকায় বালুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা মা ও তার ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে আসা বালুবোঝাই ট্রাকটি উত্তরে মাহিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ইউ-টার্ন নেওয়া পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি উলটে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন— পিকআপ ভ্যানের সহকারী নগর মীরগঞ্জ এলাকার ইউসুফ আলীর ছেলে আরিফ হোসেন (২০), যাত্রী পীরগাছার সাতদরগা এলাকার মোতালেব হোসেনের স্ত্রী শাহিনা বেগম (২৮) ও তার এক বছর বয়সী ছেলে ওয়ালিদ হোসেন স্বাধীন।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে গুরুতর আহত পিকআপ ভ্যানের চালক নিশাত মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন—শাহিনা বেগমের দেবর ও তাঁর স্ত্রী—প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, দুর্ঘটনাকবলিত দুটি যান উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ট্রাকের চালক ও সহকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। নিহতদের লাশ পোস্টমর্টেমের জন্য রেফার করা হয়েছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

মেঘনা গ্রুপে কাজের সুযোগ
৮ ডিসেম্বর ২০২৫ ১১:০১

আরো

সম্পর্কিত খবর