Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় মুদি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১২:৫৭

মুদি ব্যবসায়ী নারায়ণ পাল।

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জে নিজ দোকানের ভেতরে গলা কেটে হত্যা করা হয়েছে মুদি ব্যবসায়ী নারায়ণ পালকে (৪০)।

সোমবার (৬ অক্টোবর) রাত ১১টার পর পৌরশহরের উত্তর দৌলতপুর এলাকার থানা রোডের বসুন্ধরা মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

নিহত নারায়ণ পাল মোহনগঞ্জ পৌরশহরের রাউতপাড়া এলাকার নৃপেন্দ্র পালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বসুন্ধরা মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে একটি মুদি দোকান চালাতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতের কোনো এক সময় দোকানের ভেতর তাকে হত্যা করা হয়। মধ্যরাতে এক ক্রেতা দোকানে গিয়ে নারায়ণের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলের পাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশের অভিযান চলছে।’

সারাবাংলা/এমপি

গলা কেটে হত্যা হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর