Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে নবীন শিক্ষকদের জন্য ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

রাবি করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৫:০০ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ১৬:৪২

রাবিতে সদ্য নিয়োগপ্রাপ্ত ১৭টি বিভাগের ৮৪ জন নবীন শিক্ষকের জন্য পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন।

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সদ্য নিয়োগপ্রাপ্ত ১৭টি বিভাগের ৮৪ জন নবীন শিক্ষকের জন্য পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনের আইকিউএসি’র কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

কর্মশালার লক্ষ্য নবীন শিক্ষককে শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে গড়ে তোলা। এতে পাঁচ দিন ধরে নবীন শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য, গবেষণায় নৈতিক মানদণ্ড, পেশাগত সততা, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, আধুনিক ও সৃজনশীল কারিকুলাম, এক্রিডিটেশন প্রাপ্তি, টিচিং পদ্ধতি এবং খাতার মূল্যায়নসহ বিভিন্ন বিষয় শেখানো হবে। প্রতিদিন কর্মশালা সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব বলেন, ‘কর্মশালার মূল উদ্দেশ্য হলো একে অপরের কাছ থেকে শেখা। নবীন শিক্ষক হয়ে শিক্ষার্থীদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আবু রেজা বলেন, ‘নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক হিসেবে কোন কাজগুলো করা উচিত তা বুঝতে কিছুটা সমস্যা হয়। তাই কোয়ালিটি অ্যাসুরেন্সের ভিত্তিতে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। নতুন-পুরাতনের ধারণার সমন্বয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যই আমাদের উদ্দেশ্য।’

সমাজকর্ম বিভাগের নবীন শিক্ষক তানভীর হোসাইন প্রশংসা করে বলেন, ‘নবীন শিক্ষকদের জন্য এই প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত সময়োপযোগী। এমন উদ্যোগ নিয়মিত হওয়া উচিত।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান। এছাড়া উপস্থিত ছিলেন আইকিউএসি’র সহকারী পরিচালক অধ্যাপক ড. মনিমুল ইসলাম, বিশ্ববিদ্যালয় জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক ড. সাজ্জাদুর রহিম।

সারাবাংলা/এনএমই/এমপি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর