Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে ১ লাখ ২১ হাজার শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৫:৪২

বান্দরবান: বান্দরবানে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী জানিয়েছেন, জেলায় মোট ১ লাখ ২১ হাজার শিশুকে এই টিকা দেওয়া হবে। ইতোমধ্যে ৬৫ শতাংশ শিশুর অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় তিনি বলেন, “এই টিকা শিশুদের ৫ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা প্রদান করবে। জেলায় ৩৮৪টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। রেজিস্ট্রেশন না থাকলেও শিশুরা নিজ নিজ কেন্দ্র থেকে সরাসরি টিকা নিতে পারবে।”

বিজ্ঞাপন

কর্মশালায় বান্দরবান জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সেলিম উদ্দিন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকির এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, দেশব্যাপী ইপিআই কর্মসূচীর আওতায় বান্দরবানে টিকাদান ক্যাম্পেইন ১২ অক্টোবর ২০২৫ থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। এর মধ্যে, ১২–৩০ অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে, ১–১৩ নভেম্বর গ্রামীণ অঞ্চলের কমিউনিটি ক্লিনিকে কার্যক্রম পরিচালিত হবে।

সারাবাংলা/এমপি

টাইফয়েড টিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর