Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন এনসিপি নেতারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৬:২৫ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ১৭:০৬

এনসিপি’র কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলের সংগঠক নয়ন আহমেদের নেতৃত্বে কবর জিয়ারতে অংশগ্রহণকারীরা আবরারের রুহের মাগফিরাত কামনা করেন।

কুষ্টিয়া: বুয়েট শিক্ষার্থী শহিদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে তার কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে এনসিপি’র কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলের সংগঠক নয়ন আহমেদের নেতৃত্বে কবর জিয়ারতে অংশগ্রহণকারীরা আবরারের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

নেতারা বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে সংঘটিত আবরারের নির্মম হত্যাকাণ্ড এখনও মানুষকে নাড়া দেয়। শহীদ আবরার জাতীয় এক্যের প্রতীক হিসেবে আজও তরুণ প্রজন্মের সামনে আলো জ্বালাচ্ছেন। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আবরারের দেখানো পথেই শুরু হয়েছে জুলাই বিপ্লব। হত্যার রায় এখনও কার্যকর না হওয়ায় তারা দ্রুত রায় বাস্তবায়নেরও দাবি জানান।

বিজ্ঞাপন

এ সময় এনসিপি’র কুষ্টিয়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি, যুগ্ম সমন্বয়কারী কে এম আর শাহীনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমপি

আবরার ফাহাদ এনসিপি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর