Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ৭ লাখ ৭৬ হাজার শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৬:৩৩

যশোর: যশোরে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৭ লাখ ৭৬ হাজার ৭৮৯ শিশুকে বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) দেওয়া হবে। সরকারের এই উদ্যোগে নিরাপদ টিকা গ্রহণে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের ‘সনেট সভাকক্ষে’ সাংবাদিকদের জন্য এক কনসালটেশন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম।

কর্মশালায় জানানো হয়, দেশে প্রথমবারের মতো ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত শিশুদের জন্য টিকাদান কার্যক্রম চলবে। বিদ্যালয় ও স্থায়ী টিকা কেন্দ্র থেকে শিশুদের টিকা দেওয়া হবে। এছাড়া, প্রতিটি শিক্ষার্থীকে টিকা নেওয়ার দিন সকালের খাবার খেয়ে স্কুলে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সভায় আরও বলা হয়, টিকা নিয়ে গুজব বা অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই টিকা ইপিআই টিকার মতোই নিরাপদ এবং আগামী বছরও ইপিআই কর্মসূচির মাধ্যমে দেওয়া হবে।

কর্মশালার সভাপতিত্ব করেন জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান তুকুন, দৈনিক কল্যাণের সম্পাদক একরাম উদ দৌলাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

সারাবাংলা/এমপি

টাইফয়েড টিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর