Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে বাসের ধাক্কায় ২ নির্মাণ শ্রমিক নিহত, আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৭:৩৯ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ১৮:৫১

নিহতের স্বজনদের আহাজারি। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাসের ধাক্কায় পিকআপে থাকা দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিহাতী উপজেলার কোনাবাড়ীর জহর আলী (৪০) এবং বানিয়াফর এলাকার মুক্তার আলী (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০ জন নির্মাণ শ্রমিক উপজেলার ঘুনি সালঙ্গা এলাকায় ঢালাইয়ের কাজ শেষ করে পিকআপে বাড়ি ফিরছিলেন। বাংড়া এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা ১০ জন শ্রমিক আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে নেওয়ার পর জহর আলী ও মুক্তার আলী মারা যান। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড় দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

টাঙ্গাইল সদর হাসপাতাল পুলিশ বক্স ইনচার্জ আলমগীর হোসেন জানিয়েছেন, মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত
২২ নভেম্বর ২০২৫ ১০:০৭

আরো

সম্পর্কিত খবর