Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে বাসচাপায় স্কুলশিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ১৫:৫৩

বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় দোলা পরিবহনের নিচে চাপা পড়ে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে সাইনবোর্ড–শরণখোলা আঞ্চলিক মহাসড়কের পিংগড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আসাদুর রহমান (৩৫)। তিনি সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী বিএম মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শরণখোলা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সাইনবোর্ডগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আসাদুর রহমান ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, ‘আসাদুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।’

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দোলা পরিবহনটি জব্দের চেষ্টা চলছে।’

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর