Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাই ছিল আমাদের লক্ষ্য: রেজওয়ানুল হক সবুজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১৮:৪৩

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনের জনগণের পক্ষ থেকে আয়োজিত কর্মসূচি।

বাগেরহাট: গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাই ছিল আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য— বলে জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজ। তিনি বলেন, সেই মাহেন্দ্রক্ষণ এখন দ্বারপ্রান্তে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে— এতে কোনো বাধা থাকবে না।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনের জনগণের পক্ষ থেকে আয়োজিত কর্মসূচিতে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ আয়োজন ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ উপলক্ষে।

বিজ্ঞাপন

রেজওয়ানুল হক সবুজ বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ, আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। একই সঙ্গে জুলাই–আগস্টের ছাত্র–জনতার আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’

তিনি আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশবাসী ঐক্যবদ্ধ। তরুণ প্রজন্মই পারে জাতিকে নতুন দিশা দিতে— জনগণের শক্তিই পরিবর্তনের আসল চালিকা শক্তি।’

খাবার বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সারাবাংলা/এমপি

বাগেরহাট-৪ ভোটের অধিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর