Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবির বাসচালককে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলা

ইবি করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ২০:০২ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ২২:৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়: ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের বাসচালক মাহফুজুর রহমান পল্টনকে বহিরাগতদের মারধরের ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (১১ অক্টোবর) ঝিনাইদহ সদর থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘কুহেলিকা’ বাস (কুষ্টিয়া-স ১১-০০০২) ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হয়ে আরাপপুর সৃজনী তেলপাম্প এলাকায় পৌঁছালে অজ্ঞাত ২০-৩০ জন দুর্বৃত্ত বাসটির গতিরোধ করে। এক ব্যক্তি বাসে উঠে চালক মাহফুজুর রহমানকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও কিলঘুষি মারতে থাকে। এরপর অন্যরা মিলেও তাকে উপর্যুপরি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রাণে হত্যার হুমকি দিয়ে ও পুনরায় বিশ্ববিদ্যালয়ের কোনো বাস ঝিনাইদহে এলে ভাঙচুরের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

জানা গেছে, এর আগে সন্ধ্যা সাড়ে সাতটায় ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা ‘পদ্মা আরএম গাজীপুর-০৪০৪২০’ বাসে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফেরার কথা ছিল। কিন্তু বাসটির চালক ও স্টাফরা জানান, “ক্যাম্পাসে ঝামেলা হয়েছে, আমরা যেতে পারব না।” পরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক আরেকটি বাস পাঠান। সেই বাসই আরাপপুরে পৌঁছে হামলার শিকার হয়।

চালক মাহফুজুর রহমান পল্টন বলেন, ‘আরাপপুরের তেলপাম্পের সামনে আমার বাস আটকানো হয়। এক ছেলে উঠে আমাকে লাথি মারে, পরে চারপাশ থেকে সবাই মারধর শুরু করে। একপর্যায়ে আমি বাসেই অজ্ঞান হয়ে যাই।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি অভিযোগ দিয়েছে। পরে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, ‘ঝিনাইদহ থানায় মামলার আবেদন করা হয়েছে। পরিবহন দফতর ঘটনাটি তদন্ত করছে।’

সারাবাংলা/এমপি

ইসলামী বিশ্ববিদ্যালয় মারধর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর