রংপুর: ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দিনাজপুর বোর্ডে ৫৭.৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে মোট ৬,২৬০ জন, যা মোট পরীক্ষার্থীর মাত্র ৫.৯১ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৩ হাজার ৪৮৬ জন এবং ছাত্র ২ হাজার ৭৭৪ জন।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মহা: তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রতিটি শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়।
জানা গেছে, চলতি বছর দিনাজপুর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ১,০৫,৮৯১ জন, যার মধ্যে ৬০,৮৮২ জন পাস করেছে। এবারের পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভাল ফলাফল করেছে। এবারে ছাত্রীদের পাশের হার ৬১.৯২ এবং ছাত্রদের ৫২.৬৫ শতাংশ। জিপিএ-তে ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা। মোট জিপিএ প্রাপ্ত ৬,২৬০ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ২৭৭৪ জন ও ছাত্রী ৩৪৮৬ জন।
জেলাভিত্তিক ফলাফলে রংপুর জেলায় সর্বোচ্চ পাসের হার ৬৮.২৯ শতাংশ এবং পঞ্চগড়ে সর্বনিম্ন ৪৩.১৯ শতাংশ। মোট ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাশ করেনি। শতভাগ শিক্ষার্থী পাশ করেছেন ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে।
উল্লেখ্য, গত বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের পাশের হার ছিল ৭৭.৫৬ শতাংশ। সেই হিসাবে এবার পাশের হার কমেছে। জিপিএ প্রাপ্তিতেও এই হার কমেছে।