Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১০:৫৭ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৩:৪৫

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন শান্তিডাঙ্গা গ্রামে মুসা আলী (৫২) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৯ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে।

মুসা ওই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে খাওয়াদাওয়া শেষে মুসা নিজের ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা
৩০ জানুয়ারি ২০২৬ ০৯:২৬

আরো

সম্পর্কিত খবর