কুমিল্লা: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি পদে আল মাসুম হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. সাইদুল হাসান দায়িত্ব পেয়েছেন। মাসুম কুবির ফার্মেসি বিভাগের এবং সাইদুল ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুধবার (২২ অক্টোবর) লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিমের সই করা এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সহসভাপতি পদে ইসরাত জাহান সুমাইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন ইবনে ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মো. তাহমিদ, সহসাংগঠনিক সম্পাদক তামিম মিয়া, অর্থ সম্পাদক আছমা আক্তার, দফতর সম্পাদক ফারহা খানম এবং উপদফতর সম্পাদক উর্মি আক্তার দায়িত্ব পালন করবেন।
এছাড়া প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তাসনিম সুরাইয়া তাহসিন, প্রচার সম্পাদক মো. মারুফুর রহমান, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইমা আক্তার এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজাফ উদ্দিন ইমন মনোনীত হয়েছেন। সম্পাদকীয় পর্ষদে রয়েছেন মাফরোহা তাসনিম ও মো. রায়হানুল বারী রাসেল। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জান্নাতুল ফেরদৌস শিফা ও নাজমুন নাহার।
সাধারণ সম্পাদক মো. সাইদুল হাসান বলেন, ‘প্রথমে মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমানত একটি মূল্যবান বিষয়। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব। নবীন লেখকদের প্রশিক্ষণ, সাহিত্য আড্ডা, সেমিনার ও কর্মশালার মাধ্যমে দক্ষ লেখক হিসেবে গড়ে তুলতে কাজ করব।’
সভাপতি আল মাসুম হোসেন বলেন, ‘ফোরামের সদস্যদের বিশ্বাস থেকেই এই দায়িত্ব পেয়েছি। কেন্দ্র থেকে প্রাপ্ত এই আমানত যেন সঠিকভাবে রক্ষা করতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন। আমাদের কলমে উঠে আসুক খেটে খাওয়া মানুষের গল্প। জয় হোক কলমের, জয় হোক মানবতার।’
এর আগে গত ১৩ অক্টোবর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে আল মাসুম হোসেন ও মো. সাইদুল হাসানকে মনোনীত করেন।