Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ইমাম অপহরণ রহস্য
‘অপহরণ নয়, স্বেচ্ছায় পঞ্চগড়ে গিয়েছিলেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ১৩:৫৩ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৫:০৫

জিএমপি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান।

গাজীপুর: গাজীপুরের টঙ্গী টিএন্ডটি বাজার জামে মসজিদের খতিব মোহাম্মদ মোহেববুল্লাহ মিয়াজীর নিখোঁজ ও উদ্ধারের ঘটনায় অপহরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জিএমপি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ঘটনার পরপরই তদন্ত শুরু করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তা ও যাত্রীদের জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে— খতিব মোহাম্মদ মোহেববুল্লাহ মিয়াজী কোনো অপহরণের শিকার হননি। তিনি স্বেচ্ছায় পঞ্চগড়ে গিয়েছিলেন, যা তিনি নিজেও স্বীকার করেছেন।’

বিজ্ঞাপন

তাহেরুল হক চৌহান আরও বলেন, ‘তদন্ত এখনো চলছে। কেন তিনি হঠাৎ পঞ্চগড়ে গিয়েছিলেন, এর পেছনে কোনো উদ্দেশ্য বা প্ররোচনা ছিল কি না — তা খতিয়ে দেখা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, টঙ্গী পূর্ব থানা পুলিশের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রোববার (২৬ অক্টোবর) টঙ্গী পূর্ব থানার টিএন্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ মোহেববুল্লাহ মিয়াজী নিখোঁজ হন। পরদিন সোমবার সকালে তাকে পঞ্চগড় থেকে জীবিত উদ্ধার করে পুলিশ। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে গুজব ও উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর