রংপুর: জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভ নির্মাণের লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) থ্রি-ডি মডেল প্রদর্শন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় মডেলটি উন্মোচন করা হয়। শিক্ষক-শিক্ষার্থীদের মতামত নেওয়ার পর চূড়ান্ত নকশা নির্বাচন করা হবে এবং আগামী অর্থবছরে নির্মাণকাজ শুরু হবে, জানিয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি বলেন, ‘শহিদ আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের বীর সন্তান। স্মৃতিস্তম্ভ স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনাকে জাগ্রত রাখবে এবং ক্যাম্পাসের নান্দনিকতা বাড়াবে।’
অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ বলেন, ‘আবু সাঈদের ত্যাগ আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। তিনটি নকশার মধ্যে মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হবে।’
সভায় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রংপুর জেলা প্রশাসক, স্থপতি ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। স্মৃতিস্তম্ভটি পার্কের মোড়ে শহিদ আবু সাঈদ চত্বরে নির্মাণ করা হবে।
জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হওয়ার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তার নামে চত্বর করা হয়েছে। শিক্ষার্থীরা স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
শিক্ষার্থী ইমন হিমু বলেন, ‘শহিদের স্মৃতি অমর থাকবে। স্মৃতিস্তম্ভ আমাদের গর্ব, এবং এটি অন্যান্য বিশ্ববিদ্যালয়েও শহিদদের স্মৃতিচিহ্ন স্থাপনের প্রেরণা যোগাবে।’