Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির দায়ে ফরিদপুরের সাবেক অডিটরের কারাদণ্ড ও জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৬:১৬ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৭:০৩

ফরিদপুরে সাবেক অডিটরের দুদক মামলায় কারাদণ্ড ও জরিমানা।

ফরিদপুর: ফরিদপুর জেলা হিসাব রক্ষণ অফিসের সাবেক অডিটর আবুল ফজল মোহাম্মদ নাছির উদ্দিনকে দুদকের মামলায় ছয় বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা দেওয়া হয়েছে। জরিমানা না দিলে আরও এক বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া তার জ্ঞাত আয়ের বাইরে থাকা ৪১ লাখ ১৫ হাজার ৯২১ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) ফরিদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ মো. শরীফ উদ্দীন রায় ঘোষণা করেন। রায়ের সময় আবুল ফজল মোহাম্মদ নাছির উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন এবং পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

দুর্নীতি দমন কমিশন, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, ২০২২ সালের ৩ অক্টোবর উপ-পরিচালক মো. রেজাউল করিম অভিযোগ দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও স্বাক্ষ্যের ভিত্তিতে আদালত অভিযোগ প্রমাণিত বলে রায় দিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর