পটুয়াখালী: কলাপাড়ায় কৃষক বাজারে গণসংযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
রোববার (২ নভেম্বর) ভোর সাড়ে ছয়টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের পাইকারি কৃষক বাজারে তিনি গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি বাজারের বিভিন্ন স্টল ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। কৃষকদের দুর্ভোগের কথা শুনে তিনি প্রয়োজনীয় সমাধানের আশ্বাস দেন।
এর আগে শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় হাসনাত আব্দুল্লাহ পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে দলীয় কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে এক সমন্বয় সভায় অংশ নেন। পরে তিনি কুয়াকাটায় রাতযাপন করেন।
গণসংযোগ শেষে তিনি ভোলায় অনুষ্ঠিতব্য সমন্বয় সভার উদ্দেশ্যে রওনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন— এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক এবং কলাপাড়া উপজেলা এনসিপির সংগঠক মাহবুবুল আলম নাঈম।