ফরিদপুর: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের চারটি আসনের মধ্যে ফরিদপুর-১ আসন বাদে তিনটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ফরিদপুর-১ (মধুখালী–বোয়ালমারী–আলফাডাঙ্গা) আসনটি আপাতত অপেক্ষমান রাখা হয়েছে। তবে অন্য তিন আসনে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে।
ধানের শীষ প্রতীক নিয়ে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন—
ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা): দলের প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মেয়ে ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু।
ফরিদপুর-৩ (সদর): কেন্দ্রীয় বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে এবং কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন): বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
মনোনয়ন ঘোষণার পর থেকেই তিন আসনে প্রার্থীদের সমর্থকরা ধানের শীষের পক্ষে স্লোগান ও আনন্দ মিছিল করেন।