Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতে ইসলামসহ নানা মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: খৈয়ম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১০:৩৯

তারেক রহমানের ৩১ দফা প্রচারাভিযান উপলক্ষে জনসভায় প্রধান বক্তার বক্তব্যে নেওয়াজ মাহমুদ খৈয়ম।

রাজবাড়ী: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অভিযোগ করেছেন— জামায়াতে ইসলামসহ কয়েকটি মহল দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে বালিয়াকান্দি কুঠির মাঠে উপজেলা বিএনপির আয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রচারাভিযান উপলক্ষে জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

খৈয়ম বলেন, ‘আজ আমরা এক গভীর ষড়যন্ত্রের মুখে দাঁড়িয়ে আছি। দেশে ও বিদেশে আমাদের নেতা তারেক রহমান যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারেন, সে চেষ্টা চলছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশ বদলে যাবে— এই আশঙ্কায় ভারতসহ নানা মহল ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রে জামায়াতে ইসলামও যুক্ত রয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া জরুরি। রাজনৈতিক স্থিতিশীলতা ও মানুষের শান্তি ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের এক হতে হবে।’

বিএনপি নেতা বলেন, ‘গত ১৭ বছর আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের দমন-নিপীড়ন সহ্য করেছি। হাজারো নেতা-কর্মী গুম, খুন ও মিথ্যা মামলার শিকার হয়েছে। বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়েছিল। আল্লাহর রহমতে আজ সেই দুঃসময় কেটে গেছে। এখন সময় এসেছে দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার।’

তিনি বলেন, ‘রাজবাড়ী-২ আসনে ইনশাআল্লাহ নাসিরুল হক সাবু মনোনয়ন পাবেন। তার নেতৃত্বে মাঠে-ঘাটে কাজ করুন। আমরা একসঙ্গে আগামীর নির্বাচন করব।’

জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবু।

তিনি বলেন, ‘রাজবাড়ীর মানুষ ধানের শীষের পক্ষে রায় দেবে। আমরা সবাই মিলে জিয়া পরিবারকে ক্ষমতায় আনব। আগামী নির্বাচনের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।’

সভায় সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খোন্দকার নাসিরুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর