গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে সেনাবাহিনীর অভিযানে বিএনপি নেতা ও স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) প্রার্থী আলহাজ্ব এনামুল হক মোল্লা বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে এনামুল হক মোল্লা ছাড়াও আরও ছয় জনকে আটক করা হয়েছে।
অভিযানকালে তাদের কাছ থেকে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি, চারটি বেটন, দুটি ইলেকট্রিক শর্ট মেশিন, একটি হ্যামার নিল গান ও একটি চাকুসহ বিপুল পরিমাণ অস্ত্র ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি আরবের মক্কা মুকাররমার মেসফালাহ্ বিএনপি শাখার সভাপতি এনামুল হক মোল্লা সম্প্রতি দেশে ফিরে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছিলেন।