Friday 07 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৫ ০৯:৫০ | আপডেট: ৭ নভেম্বর ২০২৫ ১১:০৫

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা লোকমান হোসেন সাগর।

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা লোকমান হোসেন সাগরকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে সদর উপজেলার মাইজদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার লোকমান হোসেন সাগর উপজেলার চরজব্বার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সমিতির বাজার এলাকার বাসিন্দা মহিউদ্দিনের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং একটি বেসরকারি ব্যাংক— মার্কেন্টাইল ব্যাংকে কর্মরত ছিলেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাগরের বিরুদ্ধে চরজব্বার ডিগ্রি কলেজে নাশকতা পরিকল্পনার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর