গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে সন্ত্রাসবিরোধী অভিযানে শীর্ষ সন্ত্রাসী এনামুল হক মোল্লা ও তার ছয় সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. লুৎফর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ক্যাম্পের তত্ত্বাবধানে এবং পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়েছে। এনামুল হক মোল্লাকে তার নিজ বাড়ির পানির ট্যাংকের ভেতর থেকে আটক করা হয়েছে।’
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক ডাকাতি ও সন্ত্রাসী মামলা রয়েছে এবং কিছু মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান বলেন, ‘কিছু মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেপ্তারের বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। সেনাবাহিনী কোনো দল বা ব্যক্তির পক্ষে নয়। অপপ্রচারে যারা জড়িত, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি যোগ করেন, ‘গাজীপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সুস্থ ও অবাধ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’